thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

মন্ত্রিসভার শেষ বৈঠক আজ

২০১৮ ডিসেম্বর ০৩ ১০:২৩:১৪
মন্ত্রিসভার শেষ বৈঠক আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক সোমবার (৩ ডিসেম্বর)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এটি সরকারের ২০৩ তম মন্ত্রিসভার বৈঠক। একইসঙ্গে এটি বর্তমান বছরের ৩০তম বৈঠক।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজও শেষ হয়েছে। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। বিদ্যমান সরকারে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) তিনজন, জাতীয় পার্টির (জেপি) একজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন মন্ত্রিসভায় রয়েছেন।

বর্তমান সরকারের মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন আইন-২০১৮, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, শ্রম আইন-২০১৮, স্বর্ণ নীতিমালা, অনলাইন নীতিমালা ইত্যাদি উল্লেখযোগ্য আইন অনুমোদন করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা দুই মেয়াদে ক্ষমতায় রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর