thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

প্রধানমন্ত্রী ফাঁকা মাঠে গোল দিতে চান না: কাদের

২০১৮ ডিসেম্বর ০৩ ১১:৩৭:৩০
প্রধানমন্ত্রী ফাঁকা মাঠে গোল দিতে চান না: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা চেষ্টা করবো কোনোভাবে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট না হয়। কোনো অবস্থাতেই একতরফা অবস্থা তৈরি করে নির্বাচন করতে চাই না। অপজিশন একটি চাকা। মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা ফাঁকা মাঠে গোল দেবো, প্রধানমন্ত্রী এটা কোনোভাবেই চান না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ একটি পদে থেকে আমার একটি রেসপসিবিলিটি আছে। এখন এক কথা বলবো, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে তখন কি হবে।

তিনি আরও বলেন, আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই। গতবার বিএনপি অংশ না নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল সেটা এবার হবে না। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হোক এটা আমরা চাই না।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর