thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

৫৫০০ টাকা বকেয়া বিলের কারণে মনোনয়ন বাতিল: রেজা কিবরিয়া

২০১৮ ডিসেম্বর ০৩ ১১:৪১:১৪
৫৫০০ টাকা বকেয়া বিলের কারণে মনোনয়ন বাতিল: রেজা কিবরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : নির্বাচনী আইনের লঙ্ঘন, ঋণখেলাপির পাশাপাশি বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির কারণে একাদশ জাতীয় নির্বাচনে অনেক প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার নামও রয়েছে।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ক্রেডিট কার্ডের সাড়ে ৫ হাজার টাকার বকেয়া বিল অপরিশোধিত থাকার কারণে রেজার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

এরপর নিজের ফেসবুক পেইজে একটি বিবৃতি প্রকাশ করেছেন রেজা। নিচে তা তুলে ধরা হল–

মনোনয়নপত্র বাতিল নিয়ে ড. রেজা কিবরিয়ার বিবৃতি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৩৯ হবিগঞ্জ-১ এ গণফোরাম মনোনীত প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিই। অদ্য ২ ডিসেম্বর ২০১৮ তারিখে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালীন আমার সিটি ব্যাংক ইস্যুকৃত একটি ক্রেডিট কার্ডের প্রায় সাড়ে পাঁচ হাজার (৫,৫০০) টাকা বকেয়া বিল পরিশোধ না করার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন।

উল্লেখ্য, আমি দীর্ঘদিন দেশের বাইরে কর্মরত ছিলাম বিধায় বিলটি যথাসময়ে পরিশোধ করা হয়নি। ইতোমধ্যে বকেয়া বিলটি পরিশোধ করা হয়েছে।

আমরা রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা ধৈর্য ধরে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

গত বুধবার গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সন্তান হেভিওয়েট প্রার্থী রেজা কিবরিয়া।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর