thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

প্রাইম ব্যাংক ও ঢাকা উত্তর সিটির মধ্যে সমঝোতা চুক্তি

২০১৮ ডিসেম্বর ০৭ ১৩:৪১:২২
প্রাইম ব্যাংক ও ঢাকা উত্তর সিটির মধ্যে সমঝোতা চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : এখন থেকে প্রাইম ব্যাংকসহ আরো ৪টি ব্যাংকের নির্ধারিত যেকোন শাখার মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর অনলাইন হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি জমা দেয়া যাবে।

বুধবার (৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি’র প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ এর উপস্থিতিতে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং-এর প্রধান শামস আব্দুল্লাহ মোহাইমীন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও সরকারের উপ-সচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

এসময় ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, ডিএনসিসি’র সচিব ও সরকারের যুগ্ম সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ ব্যাংক ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৭,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর