thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ইমরান এইচ সরকারের আপিল আবেদন নামঞ্জুর

২০১৮ ডিসেম্বর ০৭ ২০:১৪:১২
ইমরান এইচ সরকারের আপিল আবেদন নামঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‌কুড়িগ্রাম-৪ আসনে (রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা) গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকারের আপিল আবেদন না-মঞ্জুর করেছে নির্বাচন ক‌মিশ‌ন (ইসি)।

জেলা রিটা‌র্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন ক‌মিশ‌নে আপিল করেছিলেন তিনি। আবেদন শুনানির পর শুক্রবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

ডা. ইমরান এইচ সরকা‌র স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার মামা‌তো ভাই আব্দুল্লাহ আল মামুনের বরাত দিয়ে কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান এইচ সরকা‌র শনিবার (৮ ডিসেম্বর) হাইকোর্টে আপিল করবেন। মামুন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন ইমরান এইচ সরকার। আপিল শুনা‌নির দ্বিতীয় দিনে শুক্রবার বিকেলে ইমরান এইচ সরকা‌রের ম‌নোনয়নপত্র অবৈধ ঘোষণা ক‌রে ক‌মিশন।’

এর আগে গত ২ ডি‌সেম্বর ম‌নোনয়নপ‌ত্রে নির্বাচনি এলাকার মোট ভোটা‌রের ন্যূনতম ১ শতাংশ ‌ভোটা‌রের সমর্থ‌নে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর