thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আ. লীগের চূড়ান্ত তালিকায় মন্ত্রী মায়া বাদ

২০১৮ ডিসেম্বর ০৭ ২০:১৯:১০
আ. লীগের চূড়ান্ত তালিকায় মন্ত্রী মায়া বাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর মধ্যে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বাদ দেয়া হয়েছে।

সেখানে মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন খান রুহুলকে।

এ ছাড়া চাঁদপুর-৪ আসনে সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়াকে বাদ দেয়া হয়েছে। এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমানকে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

এবারের নির্বাচনে প্রথম থেকেই আলোচনায় ছিলেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

গত ১১ বছর আগে দায়ের হওয়া মামলা থেকে মায়াকে খালাস দেয়া হয় চলতি বছরের ৮ অক্টোবর। একই সঙ্গে তার বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া ১৩ বছরের সাজার রায়ও বাতিল করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর