thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

খালেদার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত আজ

২০১৮ ডিসেম্বর ০৮ ১০:১৯:৫২
খালেদার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা তা শনিবার (৮ ডিসেম্বর) জানা যাবে।

এদিন নির্বাচন ভবনে আপিল শুনানির মধ্য দিয়ে বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

কারাগারে থাকায় আপিল আবেদনের শুনানিতে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। তবে তার আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন।

নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া এমনটা আশা করছেন তার আইনজীবীরা।

এর আগে খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা হয়।

তবে তিনি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

আজ তার আপিল আবেদন নিষ্পত্তি করার কথা। দুপুরের দিকে খালেদা জিয়ার শুনানি হতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর