thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আসন ভাগাভাগিতে বৈঠকে ঐক্যফ্রন্ট

২০১৮ ডিসেম্বর ০৮ ১২:১১:৩৭
আসন ভাগাভাগিতে বৈঠকে ঐক্যফ্রন্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সঙ্গে মীমাংসা না হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্ট। এ নিয়ে গত কয়েকদিন ধরেই নাটকীয়তা চলছে।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় ফের বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

যে কোনো সময় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

তবে বিএনপিকে জাতীয় ঐক্যফ্রন্ট আসনের যে চাহিদা দিয়েছে, তা নিয়ে মতানৈক্য দেখা দেয়ায় শুক্রবার প্রার্থী ঘোষণা করা হয়নি বলে সূত্র জানিয়েছে।

গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুর বারী হামীম সাংবাদিকদের বলেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আজ যেকোনো সময় প্রার্থী ঘোষণা করা হতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর