thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চাঁদপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

২০১৮ ডিসেম্বর ০৯ ১২:০৮:৫৪
চাঁদপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ ব্যবসায়ী এরশাদ উল্যাহ কাঞ্চনের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ ডিস্বের) রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত এরশাদ উল্যাহ কাঞ্চন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আলহাজ আবদুল মতিনের ছোট ছেলে।

নিখোঁজ ব্যবসায়ী এরশাদ উল্যাহর বড় ভাই আতিক উল্যাহ জানান, কাঞ্চন শুক্রবার সকাল ৯টার দিকে ব্যবসায়ীয়ের বাকি পড়ে থাকা টাকা তোলার জন্য দোকান থেকে বের হন। এর পর আর তার খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো খবর পাওয়া যায়নি।

রোববার সকালে স্থানীয়রা হাঁটতে বের হলে চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ স্টেশনের ব্রিজের পূর্ব পাশে একটি মৃতদেহ দেখে স্থানীয়রা কাঞ্চন বলে শনাক্ত করে আমাদের ফোন করে, বলেন আতিক উল্যাহ।

চাঁদপুর জিআরপি থানার ওসি সরোয়ার আলম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর