thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মাহী বি চৌধুরীর গ্রা‌মের বা‌ড়িতে হামলা

২০১৮ ডিসেম্বর ০৯ ২৩:৪৮:১১
মাহী বি চৌধুরীর গ্রা‌মের বা‌ড়িতে হামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর গ্রা‌মের বা‌ড়ি মুন্সিগঞ্জ শ্রীনগর দয়হাটায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

রোববার রাতে বি.চৌধুরীরর প্রেস সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহী বি চৌধুরীর গ্রা‌মের বা‌ড়ি শ্রীনগর দয়হাটায় তৈরি করা মত বিনিময় মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। তবে উপস্থিত জনগণ একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে যুক্তফ্রন্টের মাহি বি. চৌধুরী মুন্সিগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনের মধ্যে বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে তিনটি আসন ছেড়ে দেয়। এসব আসনে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে মহাজোটের পক্ষ থেকে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর