thereport24.com
ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি 25, ১১ ফাল্গুন ১৪৩১,  ২৫ শাবান 1446

সিরিজ দ. আফ্রিকার

২০১৩ নভেম্বর ০৯ ১২:২০:৫৫
সিরিজ দ. আফ্রিকার

দিরিপোর্ট২৪ ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচে ডি কোকের সেঞ্চুরির কল্যাণে প্রোটিয়ারা ২৮ রানে হারিয়েছে মিসবাহ উল হকের দলকে।

টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তুলোধুনো করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৬ রান করতে বেগ পেতে সমস্যা হয়নি তাদের।

ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছেন প্রোটিয়া ক্রিকেটার ডি কোক। ১৩৫ বল খেলে ১১২ রান করেছেন তিনি। এর মধ্যে ৯টি ও একটি ছয় হাঁকিয়েছেন এই ওপেনার। এছাড়া হাশিম আমলা ৪৬, এবি ডি ভিলিয়ার্স ৩০, ম্যাকলারেন ২৮* ও জেপি ডুমিনি অপরাজিত ২৫ রান করেছেন।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন জুনায়েদ খান ও মোহাম্মদ হাফিজ।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের বোলিংয়ে জবুথবু হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। একই উইকেটে দক্ষিণ আফ্রিকানরা পাক বোলারদের শাসন করেছেন। পাকিস্তানের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো। তাই ২৩৮ রানেই গুটিয়ে গেছে তাদের ব্যাটিং লাইনআপ।

তবে রান পেয়েছেন অধিনাযক মিসবাহ উল হক। তার ব্যাট থেকে এসেছে ৬৫ রান। এছাড়া নবাগত শোয়েব মাকসুদ ৫৬, ওপেনার আহমেদ শেহজাদ ৪৩ ও মোহাম্মদ হাফিজ ৩৩ রান করেছেন।

একাই ৫ উইকেট নিয়েছেন ম্যাচসেরা প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২৬৬/৫ (কোক ১১২, আমলা ৪৬, ভিলিয়ার্স ৩০, ম্যাকলারেন ২৮*, ডুমিনি ২৫*; হাফিজ ২/৩৪, জুনায়েদ ২/৪২)

পাকিস্তান: ২৩৮ (মিসবাহ ৬৫, মাকসুদ ৫৬, শেহজাদ ৪৩, হাফিজ ৩৩, উমর আকমল ২২; স্টেইন ৫/২৫)

ফল: ২৮ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর