thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে এসআই আহত, গ্রেফতার ১

২০১৪ মার্চ ০৭ ১৯:৪৬:৪১
চট্টগ্রামে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে এসআই আহত, গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় একটি এলজি ও তিন রাউন্ড গুলিসহ ডাকাত দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এতে জসিম উদ্দিন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি শাহজাহান দ্য রিপোর্টকে জানান, আটক ডাকাতের নাম নুরুন্নবী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। গোপন সূত্রে খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নুরুন্নবীকে ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে নুরুন্নবীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা সম্ভব হলেও ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা প্রায় ৫০ রাউন্ডের মতো গুলি ছোড়ে। এর জবাবে আমরা পিস্তল থেকে সাত রাউন্ড ও শটগান থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছি।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এএস/আরকে/মার্চ ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর