thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

পর্যবেক্ষক পাঠাবে ভারতের নির্বাচন কমিশন

২০১৮ ডিসেম্বর ১৬ ২১:৫১:২৬
পর্যবেক্ষক পাঠাবে ভারতের নির্বাচন কমিশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দল পাঠাবে ভারতের নির্বাচন কমিশন।

দেশটির প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয় বলে ভারতে বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে।

বাসস জানায়, বুধবার বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর সঙ্গে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে পর্যবেক্ষক পাঠানোর কথা জানান তিনি।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতের নির্বাচন কমিশন ৩-৪ সদস্যর একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করেছে।

হাইকমিশন সূত্র বলছে, ভারতের সরকার পর্যবেক্ষক দল পাঠাতে এরই মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে।

তবে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ভারত থেকে বাংলাদেশে আসার জন্য হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছে।

হাইকমিশন সূত্রে বলা হয়েছে বিবিসি, সিএনএনসহ প্রায় ৪০ জনের বেশি সাংবাদিক ভিসার জন্য আবেদন করেছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৬,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর