thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা আজ

২০১৮ ডিসেম্বর ১৭ ১০:২৮:৫১
ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ ইশতেহার ঘোষণা করা হবে।

ইশতেহার ঘোষণা করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী প্রমুখ।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়কারী লতিফুল বারী হামীমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার পূর্বাণীতে ইশতেহার প্রকাশের তথ্য জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোস্তফা মহসিন মন্টু ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেন। এতে বলা হয়- আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয় চিঠিতে।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। ফ্রন্টের শরিক জেএসডি ও নাগরিক ঐক্যের ইশতেহার এর আগেই ঘোষণা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর