thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল 25, ৩ বৈশাখ ১৪৩২,  ১৭ শাওয়াল 1446

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

২০২৫ এপ্রিল ১৬ ১০:২০:৪৩
জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার বৈঠকের পর বিএনপি তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবে। বৈঠক ফলপ্রসূ হলে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু করবে। আর বৈঠক যদি ফলপ্রসূ না হয় বা অন্য বৈঠকের মতো এবারও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না পায়, তাহলে রাজপথের কর্মসূচিতে যাবে দলটি।

আজ দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের পর রাজনীতির গতিপথের কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করছেন নেতাকর্মীরা।

বিএনপি মনে করছে, সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে, তাতে পরিষ্কার কোনো বার্তা নেই। বরং দেশে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে জনমনে। নির্বাচন নিয়ে এক ধরনের ‘ষড়যন্ত্র’ও দেখতে পাচ্ছে দলটি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আজকের বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কথা হয়। নেতারা নির্বাচনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত আদায় করতে তাঁদের কৌশল নির্ধারণ করেন।

বিএনপি নেতারা মনে করেন, আগামী নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ভোট অনুষ্ঠানের যে কথা বলা হচ্ছে তা স্পষ্ট নয়। নির্বাচন নিয়ে সরকারের পক্ষে একেক সময় একেক বক্তব্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তাই নির্বাচন ঠিক কবে হবে কিংবা নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত অবস্থান কী, ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা তা নিয়ে আলোচনা করবেন।

মূলত নির্বাচন নিয়ে আজকের বৈঠক হলেও প্রসঙ্গক্রমে সংস্কার নিয়ে আলোচনা করতে চান দলের নেতারা। সরকারের সংস্কার ভাবনা, কতটুকু সংস্কার করতে চান, কত দিনে সেই সংস্কার শেষ করবেন—এ বিষয়ে বিএনপি সরকারের মত জেনে নিজেদের ভাবনাও তুলে ধরবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর