thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি

২০১৮ ডিসেম্বর ১৮ ১০:৫৫:৫৪
ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনী প্রচারণায় নতুন কর্মসূচি দিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (১৭ ডিসেম্বর) রাতে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুলশানে কামাল হোসেনের নেতৃত্বে কূটনীতিকদের সঙ্গে বসবে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। তবে স্থান এখনও নির্ধারিত হয়নি।

একই দিনে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম বিভাগে প্রচারণায় যোগ দেবেন। এ ছাড়া ঢাকায় ২৪ অথবা ২৫ ডিসেম্বর র‍্যালি ও ২৮ ডিসেম্বর গণসমাবেশের মতো কর্মসূচি হতে পারে।

এছাড়াও যেসব আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বাতিল হয়েছে, সেসব আসনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর