thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রফতানি বাণিজ্যে সিআইপি কার্ড পেলেন ১৭৮ ব্যবসায়ী

২০১৮ ডিসেম্বর ১৮ ২৩:০৬:১৩
রফতানি বাণিজ্যে সিআইপি কার্ড পেলেন ১৭৮ ব্যবসায়ী

দ্য রিপোর্ট ডেস্ক : রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৭৮ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-রফতানি) কার্ড প্রদান করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার রাজধানীর কাওরান বাজার টিসিবি অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সিআইপিদের হাতে কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০১৬ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাদের এ কার্ড দেয়া হয়। ওই বছর ১৯টি পণ্যখাতে ১৩৭ জন রফতানিকারক এবং পদাধিকারবলে ৪১ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি কার্ড দিয়ে সম্মানিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।খবর বাসসের।

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবি এ অনুষ্ঠানের আয়োজন করে। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১৩ সালের সিআইপি নীতিমালা অনুসারে ২০১৬ সালে মোট ১৮টি খাতের ব্যবসায়ীদের কার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, এগ্রোপ্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিকজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন রফতানির পণ্য।
সরকারি গেজেটের তথ্য অনুযায়ী, সিআইপি হিসাবে নির্বাচিত ব্যবসায়ীরা সচিবালয়ে প্রবেশে পাস, গাড়ির স্টিকার, জাতীয় অনুষ্ঠান ও সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, সড়ক, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে।এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। একই সঙ্গে সিআইপিদের জন্য ব্যবসায় সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে ‘লেটার অব ইনট্রোডাকশন’ ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তিদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সিআইপি (রফতানি) কার্ডের আওতায় এক বছর ও পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার পর ৩৪৮ মিলিয়ন ডলারের রফতানি আয় নিয়ে দেশের যাত্রা শুরু হয়। গত অর্থবছরের পণ্য ও সেবা খাত মিলে থেকে এ রফতানি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪১ বিলিয়ন ডলার। বর্তমানে আমাদের রফতানি আয়ের লক্ষমাত্রার চেয়ে বেশি অর্জন হচ্ছে। আশা করছি চলতি অর্থবছর শেষে রফতানি আয় ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রী হিসেবে এটাই শেষ প্রোগ্রাম উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, আজ প্রোগ্রাম শেষে রাতে আমার নির্বাচনী এলাকা ভোলায় চলে যাবো। অর্থাৎ এর পর আর কোনো প্রোগ্রাম করা হবে না।
নির্বাচনে দেশ এখন দুভাগে বিভক্ত। একটি স্বাধীনতার পক্ষের শক্তি অন্যটি স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমরা আশা করবো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের দলকে জনগণ ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবে।
বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম বলেন, আমরা অপচলিত পণ্য রফতানিতে উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি ও সুযোগ সুযবিধা প্রধান করছি। আশা করছি ব্যবসায়ীরা নতুন নতুন পণ্য ও সেবা রফতানির করে এ সুযোগ গ্রহণ করে রফতানি আয় বাড়াবে।
এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আগামী ২০২১ সালে দেশের রফতানি বাণিজ্যে ৬০ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম। তবে এজন্য আমাদের কোয়ালিটি সম্পূর্ণ গ্যাস, বিদ্যুৎও অবোকাঠামোর নিশ্চয়তা দিতে হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর