thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী আ.লীগে

২০১৮ ডিসেম্বর ১৯ ২৩:০৭:১০
বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী আ.লীগে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন ইনাম আহমদ চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী তাকে ফুলের তোড়া উপহার দেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়েছিলেন ইনাম। তবে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়নি তাকে।

বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ইনামের বদলে ওই আসন থেকে দলের টিকিট পান আবদুল মুক্তাদীর।

সাবেক আমলা ইনাম ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হন।

গত ১৮ নভেম্বর রাজধানীতে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনাম। এর মাস খানেকের মাথায় আসন্ন নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই বিএনপি ছাড়লেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর