thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

লেভেল প্লেয়িং ফিল্ড দূরের কথা, মাঠও নাই: নজরুল ইসলাম

২০১৮ ডিসেম্বর ১৯ ২৩:২১:৫০
লেভেল প্লেয়িং ফিল্ড দূরের কথা, মাঠও নাই: নজরুল ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড দূরের কথা, নির্বাচনের মাঠও নাই বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনার কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বুধবার গুলশানের এক অভিজাত হোটেলে কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি এমন দাবি করেন।


নজরুল ইসলাম খান বলেন, সরকারি দল নির্বাচন বানচাল করতে চায়। মামলা, হামলা দিয়ে হয়রানি করে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু সকল প্রতিকূলতার মাঝেও আমরা নির্বাচনে আছি।

তিনি বলেন, নির্বাচনের মাঠ লেভেল তো দূরের, কোনো মাঠও নাই৷ এই কমিশনের নেতৃত্বে তা সম্ভব না। নির্বাচনের নামে একটি খেলার আয়োজন করেছে। আমরা অনুরোধ করবো, একটি লেভেল প্লেয়িং ফিল্ড করুন, মাঠ সমতল করুন।

সহিংসতা বিষয়ে তিনি বলেন, আমাদেরকে হামলা করছে। সহিংসতা তো চলছেই৷ যেটা বন্ধ করার কথা ছিলো। সংলাপের সময় প্রধানমন্ত্রী যা বলেছিলেন তার কোনোটাই হয়নি৷ অর্থাৎ কেউ কথা রাখছে না। সরকার, নির্বাচন কমিশন কেউই না। তারপরও আমরা নির্বাচনে যেতে চাই৷ কারণ এটাই একমাত্র পথ৷

তিনি বলেন, কূটনীতিকদের সঙ্গে আমাদের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। তারা এই পরিস্থিতিতে সন্তুষ্ট না।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর