thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ফতুল্লায় বাসায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু

২০১৮ ডিসেম্বর ২০ ১০:২৬:০২
ফতুল্লায় বাসায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়নগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকার একটি বাসায় গ্যাসের পাইপলাইন থেকে আগুনের ঘটনায় হরিদাসী ওরফে ছায়ারানী (৬০) নামে এক নারী মারা গোছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরের দিকে মারা যান তিনি।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা.পার্থ শংকর পাল জানান, আগুনে হরিদাসীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে বুধবার (১৯ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। এতে একই পরিবারের ৯জন দগ্ধ হন। এদের মধ্যে শ্রীনাথ চন্দ্র বর্মনের (৩৬) শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী অর্চনা রানীর (৩০) ১৯ শতাংশ, তাদের মেয়ে অনামিকার (১৫) ৪২ শতাংশ, ছেলে অর্পিত চন্দ্র বর্মনের (৯) ৪৬ শতাংশ, বোন সুনিত্রা রানী (২৭) ৬৫ শতাংশ, ভাতিজা প্রমিত চন্দ্র বর্মনের (১৪) ১০ শতাংশ, শাওন চন্দ্র বর্মনের (১০) ৪২ শতাংশ এবং বোন জামাই নারায়ন চন্দ্র বর্মনের (৪০) ১৫ শতাংশ পুড়ে যায়।

এরা সবাই ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

দগ্ধ শ্রীনাথের ভাই অনাথ বর্মন জানান, তারা নারায়নগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট হকবাজার এলাকায় চার তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন। বুধবার ভোরে সবাই ঘুমিয়ে ছিলেন এমন সময় বাড়িতে আগুন লাগে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে। গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, জানান অনাথ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর