thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন: সেক্টর কমান্ডারস ফোরাম

২০১৮ ডিসেম্বর ২০ ২০:১৮:৪৪
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন: সেক্টর কমান্ডারস ফোরাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ভোট দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও নির্বাচন ২০১৮’ শীর্ষক তারুণ্যের সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আসন্ন নির্বাচন উপলক্ষে ‘সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’ এই সংলাপের আয়োজন করেন।

বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি বা দলকে নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার জন্য বিজয়ী শক্তিকে জয়ী করতে হবে। পক্ষের শক্তি বিজয়ী হলেই মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব ও কয়েক শতাধিক তরুণ উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, আজকের বাংলাদেশ কিছু মানুষের অবদান। তাদের কথা চিন্তা করেই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কোন পথে যাবে। শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিতে হবে।

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ঐক্যফ্রন্ট তাদের ইশতেহারে রাষ্ট্র মেরামতের কথা বলেছে। কিন্তু কাদেরকে নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে? যারা ৭৫ এর পর থেকে বাংলাদেশকে ধ্বংস করেছে, তারা হবে মেরামতকারী। এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এটা বুঝেই আগামী নির্বাচনে ভোট দিতে হবে। সত্য মিথ্যার মাঝখানে কোন জায়গা নেই। তাই আগামী নির্বাচনে ব্যক্তি বা দল নয়, বরং মুক্তিযুদ্ধের পক্ষের লোককে ভোট দিতে হবে।

তরুণদের উদ্দেশ্যে কে এম শফিউল্লাহ বলেন, আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার জন্য বিজয়ী শক্তিকে জয়ী করতে হবে। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অস্ত্রের জোরে নয় বরং জনগণের ভোটে বিজয়ী হয়েছিল। তাই এবারেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানাই।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর