thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

কূটনীতিকরা সক্রিয়, সক্রিয় মার্কিন রাষ্ট্রদূত

২০১৮ ডিসেম্বর ২০ ২০:৫৯:০৫
কূটনীতিকরা সক্রিয়, সক্রিয় মার্কিন রাষ্ট্রদূত

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা ফের সক্রিয় হয়ে উঠেছেন৷ বিশেষ করে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এরইমধ্যে তিনদফা বৈঠক করে ফেলেছেন৷ প্রতিটি বৈঠকেই নির্বাচনি সহিংসতা পারিহারের আহ্বান জানিয়েছেন সবাইকে৷খবর ডয়চে ভেলের।

সর্বশেষ বুধবার মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ বিদেশি কূটনীতিকরা ঢাকার একটি হোটেলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, তুরস্ক, ডেনমার্ক, ফিলিপাইন্স, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা ছিলেন৷

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, তাবিথ আউয়াল, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফর উল্লাহ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, জেবা খানসহ আরো কয়েকজন৷ বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিরোধী নেতা-কর্মী ও প্রার্থীদের গ্রেপ্তার, হামলা ও সহিংসতার কথা তুলে ধরা হয়৷ বৈঠকের পর ড. কামাল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমাদের পর্যবেক্ষণের সঙ্গে বিদেশি কূটনীতিকদের পর্যবেক্ষণে মিল আছে৷'

কূটনীতিকদের পক্ষ থেকে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, আমরা আশা করি নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে৷ নির্বাচনের পরিস্থিতি ঠিক রাখতে সব দলকে সহিংসতা পরিহার করতে হবে৷

এর আগে ১৭ ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন৷ নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই সৌজন্য সাক্ষাতের সময় আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অবাধ, সুষ্ঠু , গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন৷

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সংবাদ মাধ্যমকে জানান, নির্বাচনি প্রচারণায় হামলা হচ্ছে বলে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ সম্পর্কে শেখ হাসিনা বলেছেন, বর্তমান নির্বাচনকালীন সন্ত্রাসের শিকার হয়ে তাঁর দলেরও দুইজন কর্মী প্রাণ হারিয়েছে৷ এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর দলের নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহবান জানিয়েছেন বলে মার্কিন দূতকে জানান৷

দেখা করার সময় মার্কিন দূত প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাঁর দেশ ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে৷ মার্কিন দূতাবাসের ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে৷

এছাড়া গত ১৮ ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও দেখা করেন৷ সেই বৈঠকে রবার্ট আর্ল মিলার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব পক্ষকে সহিংসতা পরিহার করতে হবে এবং সহিংসতাকে নিন্দা জানাতে হবে৷ যুক্তরাষ্ট্র মনে করে, নির্বাচনের পদ্ধতি কার্যকর হবে না, যদি নির্বাচনি প্রক্রিয়ায় সবাই সমানভাবে অংশগ্রহণ করতে না পারে৷

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলার আরো বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হোক৷ তিনি নির্বাচনি সহিংসতার ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন৷

এর আগে বিদেশি কূটনীতিকরা আওয়ামী লীগ, বিএনপি এবং নির্বাচন কমিশনের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন৷ বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিধিরা৷

কূটনিতিকদের এই সাম্প্রতিক তৎপরতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন তো সবাই চায়৷ একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়৷ আন্তর্জাতিক আইন অনুযায়ী, আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার, গণতন্ত্রসহ আরো অনেক বিষয়ে অঙ্গীকারাকদ্ধ৷ আন্তর্জাতিক সম্প্রদায় তাই সুষ্ঠু নির্বাচনের কথা বলতেই পারে৷ তবে নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কিছু আমরা তাঁদের কাছে আশা করি না৷

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, তাঁদের এই তৎপরতার ফলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা তো আরো অনেক পরের ব্যাপার৷ তবে প্রভাব পড়তে পারে, কারণ, তাঁরা কংগ্রেসে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য রেজ্যুলেশন পাশ করেছে৷ তাঁরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আগ্রহী৷ তিনি আরো বলেন, নির্বাচনের পর প্রভাব আরো বেশি পড়বে৷ যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হবে৷

আর জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, সহমর্মিতার প্রশ্নে আমাদের বন্ধুরাষ্ট্র এবং উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের ক্রান্তি লগ্নে পাশে দাঁড়িয়েছে৷ সেই ধারাবাহিকতায় একাদশ সংসদ নির্বাচনে তারা যে আমাদের পাশে আছেন, তা জানান দিচ্ছে৷ এতে উদ্বেগের কিছু নেই৷ তাঁরা যে উদ্বেগ দেখাচ্ছেন যে, তারা সহিংস নির্বাচন চান না, এটা সবারই প্রত্যাশা, সব মহলের প্রত্যাশা৷ এমনকি যারা সহিংসতা করে, তারা তা স্বীকার করতে চায় না৷

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, এটার একটা ধারাবাহিক অতীত আছে৷ তাই তাঁদের এই তৎপরতা নেতিবাচক হিসেবে দেখার কোনো সুযোগ নেই৷

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর