thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

গুলশানের জনসভায় শেখ হাসিনা

২০১৮ ডিসেম্বর ২১ ১৬:৪০:২৭
গুলশানের জনসভায় শেখ হাসিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশান-২ এর ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছে প্রধান অতিথির আসন নেন।

জনসভাকে কেন্দ্র করে দুপুর ১২টার পর থেকেই দলের নেতাকর্মীরা ইয়ুথ ক্লাব মাঠে আসতে শুরু করেন। চিত্রনায়ক ফারুকের ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে তারা দলে দলে হাজির হতে থাকেন জনসভাস্থলে। নৌকার প্রতিকৃতি নিয়ে, নেচে গেয়ে ইয়ুথ ক্লাব মাঠে জড়ো হন নেতাকর্মীরা। তাদের গায়ে লাল-সবুজের পোশাক বর্ণিল করে তুলেছে জনসভাকে।

এদিকে, জনসভাকে ঘিরে শুক্রবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গুলশান এলাকায়। সকাল থেকেই নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়। দলীয় নেতাকর্মীদেরও কয়েক দফা তল্লাশি করে ঢোকানো হয় জনসভাস্থলে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর