thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

উপকূলে কোস্টগার্ড মোতায়েন

২০১৮ ডিসেম্বর ২২ ১৭:৩০:৪৮
উপকূলে কোস্টগার্ড মোতায়েন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের মোতায়েন করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোলা সদরে ১৮ প্লাটুন, চট্টগ্রাম বিভাগে ১২ ও খুলনা বিভাগে ১০ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। তারা নির্বাচনী এলাকায় মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার প্রদান ও সহিংসতা দমনে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে তৎপর ভূমিকা পালন করছে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর