thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

তফসিল ঘোষণার পর বিএনপির ৪৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

২০১৮ ডিসেম্বর ২৪ ২০:৫৯:৪৫
তফসিল ঘোষণার পর বিএনপির ৪৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তফসিলের ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপির ৪৩ হাজারেরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

তিনি বলেন, তফসিলের ঘোষণার পর থেকে ২৬৯টা মামলা ও এজাহারভুক্ত ৪৩ হাজার ৭৬৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, নরসিংদী ৫ আসনে ওসি নিজেই বিএনপি সাধারণ নেতাকর্মীদের অহেতুক গ্রেফতার করার জন্য নেমেছে।

তিনি বলেন, বিএনপি নেতা এ্যানির ওপর গুরুতর হামলা করা হয়েছে। ভোলা তিন আসনে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে তল্লাশি করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, শেরপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সেনাবাহিনীর সাহায্যের জন্য কান্না করছেন এবং তার পরিবারের ওপর বরর্বতার শাস্তি দাবি করেছেন।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় এক বিএনপি নেতাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। খাগড়াছড়িতে আওয়ামী সন্ত্রাসের হামলায় ওই এলাকা তাণ্ডবে পরিণত হয়েছে।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, গত ১০ বছর ধরে এই স্বৈরাচার সরকার যা করেছে তা বলে শেষ করা যাবে না এবং অবিরত ক্ষমতায় থাকার জন্য সর্বনিম্ন স্তরে যেতে পারে তা ইতিমধ্যে এ সরকার বহুবার প্রমাণিত করেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর