thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ঐক্যফ্রন্টের নেতারা প্রচারে নামছেন বুধবার

২০১৮ ডিসেম্বর ২৫ ১২:০২:৪১
ঐক্যফ্রন্টের নেতারা প্রচারে নামছেন বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর আসনগুলোতে ধানের শীষের প্রার্থীদের পক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা প্রচারে নামছেন বুধবার। রাজধানীর ১৫টিসহ ঢাকার ১৮টি আসনের ২৮টি স্পটে পথসভা ও জনসংযোগ করার কথা রয়েছে নেতাদের।

শেষ মুহূর্তে ঢাকার প্রতিটি আসনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা রয়েছে তাদের। প্রচারে অংশ নেবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

রাজধানীতে মঙ্গলবার থেকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের প্রচারে নামার কথা ছিল। কিন্তু বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার রাতে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, সোমবার রাতেই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দিয়ে প্রচার স্থগিত করার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে-পুলিশের গ্রেফতার-তাণ্ডব ও আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর এলাকার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের ২৫ ডিসেম্বরের পথসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ঐক্যফ্রন্ট নেতারা মনে করেন, সেনাবাহিনী মোতায়েনের ফলে তাদের নেতাকর্মীদের ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর চলমান নির্যাতন বন্ধ হবে। এতে দলীয় প্রার্থীর পক্ষে নির্বিঘ্নে প্রচার চালানো যাবে। এ ধারণা থেকেই দুদিনের পথসভা ও জনসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর যেভাবে হামলা ও গুলি করা হয়েছে, এর প্রতিবাদে ঢাকায় মঙ্গলবারের প্রচার স্থগিত করা হয়েছে। আমাদের প্রচার বুধবার থেকে চলবে। নির্বাচনে আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর