thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ক্ষমতায় গে‌লে ভুল সং‌শোধন করা হ‌বে: কাদের

২০১৮ ডিসেম্বর ২৫ ১৭:৪৬:১২
ক্ষমতায় গে‌লে ভুল সং‌শোধন করা হ‌বে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দে‌শের উন্নয়ন করতে গিয়ে কিছু ভুল হয়েছে, নানা রকম আচরণে কেউ কেউ কষ্ট পে‌য়ে‌ছেন। চাঁদেরও কলঙ্ক থা‌কে, আর আমরা‌ তো মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হি‌সে‌বে আমি ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই। ক্ষমতায় ফেরত গে‌লে আগের ভুল সং‌শোধন করা হ‌বে।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা মো‌ড়ে আওয়ামী লী‌গের এম‌পি প্রার্থী মামুনুর রশীদ কির‌ণের সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের ব‌লেন, ‘ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ এবং বছ‌রের প্রথম দিনে বই দি‌য়ে বর্তমান সরকার প্রতিশ্রু‌তি রক্ষা করে‌ছে। আর বিএন‌পি দেয় ভুয়া প্রতিশ্রুতি।’

আবার ক্ষমতায় এলে ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ এবং প্রত্যেক পরিবার থেকে একজন‌কে চাক‌রি দেওয়ার প্রতিশ্রু‌তি দিয়ে ‌তি‌নি ব‌লেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে এটাই আমার প্রথম নির্বাচন। নোয়াখালীবাসী দে‌খি‌য়ে দিন যে, আমরা নৌকার প‌ক্ষে আছি, উন্নয়‌নের পক্ষে আছি।’

এ ছাড়াও দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মাত্র ৩ দিন আছে। বিএনপির উস্কানির ফাঁদে পা দেবেন না। অগ্নিপরীক্ষা দিতে হবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর