thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘অতি লোভ'-এর বিরুদ্ধে পোপের হুঁশিয়ারি

২০১৮ ডিসেম্বর ২৫ ২৩:২৯:২২
‘অতি লোভ'-এর বিরুদ্ধে পোপের হুঁশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক : ভ্যাটিকান সিটিতে সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের আয়োজনে জড়ো হন ১০ হাজার মানুষ৷ ‘ভোগবাদে' না ঝুঁকে ভালোবাসা ও দানশীল হতে সবাইকে পরামর্শ দেন পোপ ফ্রান্সিস৷ বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুসারে বেথেলহেমের এক আস্তাবলে জন্ম নিয়েছিলেন যীশু৷ জন্মের পর তাঁকে একটি গামলায় রাখা হয়৷

পোপ মনে করিয়ে দেন, ‘‘সে গামলার কথা মনে করে আমাদের ভাবতে হবে, জীবনের দান পার্থিব ধনসম্পদ নয় ভালোবাসা, ভোজনবিলাস নয় দানশীলতা, জাঁকজমক নয় সরলতা৷''

তিনি বলেন, ‘‘মানবজাতির ইতিহাস, অতি লোভের ইতিহাস৷ এমনকি এখনো কেউ কেউ খাবারের বিলাসিতা করলেও বেশিরভাগ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিনের রুটি জোগাড় করতেই হিমশিম খায়৷''

৮২ বছর বয়সি ক্যাথলিক ধর্মগুরু ২০১৩ সালে পোপ হওয়ার পর থেকে দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আসছেন৷

শনিবার রোমের গৃহহীনদের চিকিৎসায় সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি নতুন ক্লিনিক চালুর ঘোষণা দেয় ভ্যাটিকান৷ ২০১৫ সালে একই চত্বরে গৃহহীনদের জন্য একটি চুল কাটার দোকান ও একটি স্নানের জায়গা তৈরি করে দেয় ভ্যাটিকান৷

সোমবার পোপ ফ্রান্সিস ক্যাথলিকদের নিজেকে জিজ্ঞেস করতে বলেন, ‘‘যাদের খাবার নেই, তাঁদের সাথে কি আমরা আমাদের রুটি ভাগ করছি?''

কয়েক দশক ধরে চার্চের যাজকদের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ আসছিল৷ ২০১৮ সালে জ্যেষ্ঠতম যাজকদের বিরুদ্ধেও এমন অভিযোগ আসতে শুরু করে৷ তবে পোপ আবারও জানিয়েছেন, গির্জার সর্বোচ্চ স্তরেও যৌন নির্যাতনকারীদের ছাড় দেয়া হবে না৷ সূত্র: ডয়চে ভেলে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২৫,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর