thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

এ সরকারের আমলে হামলাকারীরা দোষী হয় না: নজরুল

২০১৮ ডিসেম্বর ২৬ ১৬:১৯:৫৬
এ সরকারের আমলে হামলাকারীরা দোষী হয় না: নজরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২০-দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকারের আমলে যারা মার খায়, তারাই হয় আসামি। যারা মারে তারা দোষী হয় না। হামলার শিকার ব্যক্তিদের নামে উল্টা মামলা দেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে ২০-দলীয় জোটের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না। ২০-দলীয় জোটসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারে হামলা চালানো হচ্ছে। প্রচার করতে দেওয়া হচ্ছে না।

মুক্তিযোদ্ধারাও ক্ষমতাসীন দলের হামলা থেকে বাঁচতে পারছে না উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। হাটহাজারীতে ২০ দলের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অব.) ইব্রাহিম বীর প্রতীকের ওপর মঙ্গলবার হামলা হয়েছে।

তিনি বলেন, হামলা করে রক্তাক্ত জখম করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর। হামলা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের ওপর। কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এসব প্রমাণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে নয়, তারা নিজ দলের স্বার্থে কাজ করছে।

২০ দলের সমন্বয়ক অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টা হামলাকারীদের সাফাই গেয়েছেন।

এ সময় সিইসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি-বতর্মান সিইসিকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিন।

এ ছাড়াও সেনাবাহিনীর উদ্দেশে নজরুল বলেন, সেনাবাহিনীর প্রতি আবেদন-জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর