thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

 জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচন করতে বাধা নেই : হাইকোর্ট

২০১৮ ডিসেম্বর ২৭ ১৪:৪৪:১৩
 জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচন করতে বাধা নেই : হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর নির্বাচন করতে আইনগত বাধা নেই বলে জানিয়েছে আদালত।

ওই প্রার্থীরা যখন তাদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন তখন এর বিরুদ্ধে কেউ কোন আপিল না করায় তাদের প্রার্থিতা বাতিল করার এখন আর কোন সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী মোঃ ইয়াসিন খান। খবর বিবিসির।

আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ওই রিট আবেদনের শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, "ওই ২৫জন প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে কেউ আপিল না করায় নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ করেছেন।"

"এ কারণে তাদের প্রার্থিতা চূড়ান্ত রূপলাভ করেছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষে তাদের প্রার্থিতা বাতিল করার আইনগত আর কোন সুযোগ নেই।"

ওই ২৫ জামায়াত নেতার মধ্যে ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পান।

প্রার্থীতা বাতিল চেয়ে রিট

এর আগে ১৭ই ডিসেম্বর নির্বাচনে জামায়াতে ইসলামীর ওই ২৫ নেতার প্রার্থীতা বাতিল চেয়ে রিট আবেদন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপূরী, দলটির সমাজ কল্যাণ সচিব মো. আলী হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি হুমায়ুন কবির ও সভাপতি মণ্ডলীর সদস্য মো. এমদাদুল হক।

তাদের দাবি ওই ২৫ প্রার্থী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। এই কারণে নির্বাচনে তাদের প্রার্থিতা বাতিলের জন্য তারা এই আবেদন করেন। এরপর আদালত তিন কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন।

গত ২৩শে ডিসেম্বর জামায়াতের ওই ২৫ নেতার প্রার্থিতা বাতিলের আইনগত কোন সুযোগ নেই বলে জানায় নির্বাচন কমিশন।


ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট:

নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তে বিরুদ্ধে সৈয়দ রেজাউল হক চাঁদপূরীসহ চারজন গতকাল পুনরায় রিট আবেদন করেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটি উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

তাদের দাবি, নির্বাচন কমিশন যে আদেশ দিয়েছে সেটা গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক এ কারণে নির্বাচন কমিশনের উচিত ছিল জামায়াতের ওই নেতাদের প্রার্থীতা বাতিল করা।

পরে আদালত আজ সেই শুনানি নিষ্পত্তির তারিখ ঘোষণা করে।

গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন:

যুদ্ধাপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হলেও এবার তাদের ২৫জন নেতাকে প্রার্থীতা দেয় ইসি।

আগের গণপ্রতিনিধিত্ব আদেশে দলীয় প্রার্থী হতে হলে তিন বছর সংশ্লিষ্ট দলের সদস্য পদে থাকার যে বিধান ছিল সেটি সংশোধিত আদেশে বিলুপ্ত করা হয়।

এ কারণে এখন যে কোন ব্যক্তি যেকোন দল থেকেই সংশ্লিষ্ট দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। জামায়াত নেতারা মূলত সেই সুযোগটি নিয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২৭,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর