thereport24.com
ঢাকা, সোমবার, ২১ এপ্রিল 25, ৭ বৈশাখ ১৪৩২,  ২২ শাওয়াল 1446

ফল যাই হোক আ’লীগ মেনে নেবে: প্রধানমন্ত্রী

২০১৮ ডিসেম্বর ৩০ ০৮:৪৯:০৮
ফল যাই হোক আ’লীগ মেনে নেবে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের ফল যা-ই হোক না কেন, তা আওয়ামী লীগ মেনে নেবে। জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে।

এর আগে ভোট দিতে রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন। পরে সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর