thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

লিভারপুলের ফিরমিনোর হ্যাটট্রিকে বিধ্বস্ত আর্সেনাল

২০১৮ ডিসেম্বর ৩০ ০৯:১০:০৮
লিভারপুলের ফিরমিনোর হ্যাটট্রিকে বিধ্বস্ত আর্সেনাল

দ্য রিপোর্ট ডেস্ক : মুখোমুখি লিভারপুল আর আর্সেনাল, বড় দুই দলের আগুনে লড়াইয়ের অপেক্ষায়ই ছিলেন ফুটবলপ্রেমীরা। কে জানতো, এমন একপেশে দাপট দেখিয়ে ম্যাচটা জিতে নেবে লিভারপুল! অ্যানফিল্ডে শনিবার রাতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে আর্সেনালকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে জার্গেন ক্লপের শিষ্যরা।

অথচ ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল আর্সেনালই। ১১তম মিনিটে লিভারপুলের দেইয়ান লোভরেনের ভুলে বল পেয়ে গিয়েছিলেন অ্যালেক্স আইওবি। তিনি ক্রস বাড়িয়ে দেন এইন্সলি মেইটল্যান্ড-নাইলসকে। এক মুহূর্তে নিখুঁত প্লেসিং শটে সেটা জালে জড়িয়ে দেন ইংলিশ মিডফিল্ডার।

লিভারপুল অবশ্য লড়াইয়ে ফিরতে সময় নেয়নি। তিন মিনিট পর (১৪ মিনিটে) মোহামেদ সালাহর বাড়ানো বল আর্সেনালের এক ডিফেন্ডারের গায়ে লেগে পোস্টের একদম সামনে পড়ে, আলতো ছোঁয়ায় সেটাকে গোলে পরিণত করেন ফিরমিনো।

১৬ মিনিটের মাথায় আবারও গোল লিভারপুলের। এবার প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফিরমিনো। ৩২ মিনিটে সালাহর পাস থেকে পায়ের টোকায় ব্যবধান ৩-১ করে দেন সাদিও মানে।

বিরতির ঠিক আগে সালাহ নিজেই করেন এক গোল। মিসরের এই ফরোয়ার্ডকে বক্সের মধ্যে ফাউল করলে স্পট কিক পায় রেডরা। গোল করার সুযোগটা নষ্ট করেননি সালাহ। প্রধমার্ধে ৪-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্লপের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে আরও একটি স্পট কিক পায় লিভারপুল। এবার ডি বক্সের মধ্যে লোভরেনকে আর্সেনালের সেয়াদ কোলাশিনাচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিক নেন ফিরমিনো, হয়ে যায় তার হ্যাটট্রিকটি।

৫-১ গোলের বড় এই জয়ে টানা ২০তম ম্যাচে অপরাজিত থেকেই মাঠ ছাড়লো লিভারপুল। লিগে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। ৩৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল পঞ্চম স্থানে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর