thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

শতভাগ নিশ্চিত বিজয়ী আমাদেরই হব: কাদের

২০১৮ ডিসেম্বর ৩০ ০৯:৩৪:২৯
শতভাগ নিশ্চিত বিজয়ী আমাদেরই হব: কাদের

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা শতভাগ নিশ্চিত বিজয়ী আমাদেরই হবে। নির্বাচনরে ফল যেটাই হোক মেনে নেব।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি স্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাম্প্রদায়িক অপশক্তি বিশৃংখলা করার চেষ্ট করলে সেটা মোকাবিলার জন্য নিরাপত্তাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তাদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছেন বলে জানান তিনি।

কাদের বলেন, সারা দেশে শান্তিপূণ ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃংখলা হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তিনশ’ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর