thereport24.com
ঢাকা, সোমবার, ২১ এপ্রিল 25, ৭ বৈশাখ ১৪৩২,  ২২ শাওয়াল 1446

টানা অষ্টমবারের মতো শেখ সেলিমের জয়

২০১৮ ডিসেম্বর ৩১ ১০:০১:৪৫
টানা অষ্টমবারের মতো শেখ সেলিমের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : টানা আটবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে শেখ ফজলুল হক মনির ছোট ভাই সেলিম সেই ১৯৮০ সাল থেকে শুরু করার পর আর কোনো ভোটে হারেননি।

জানা গেছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শেখ সেলিম প্রথমবার এমপি হন ১৯৮০ সালে। ওই নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। এর পর এখন পর্যন্ত আর কোনো ভোটে হারেননি তিনি।

৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬টি ভোট।

এ নির্বাচনে কাস্টিং ভোটের ৯৯ দশমিক ৩৫ ভাগ ভোট পেয়েছেন শেখ সেলিম। এবারও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।এ ছাড়া বিগত সব নির্বাচনে তার তার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর