thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৫ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ

২০১৮ ডিসেম্বর ৩১ ১৭:৩২:১০
দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। রবিবার রাতে ইসি থেকে একাদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভোটে ২৯৯টি আসনের ২৬৫টি পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল আনুষ্ঠানিক বলে বিবেচিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন দুদিনের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের ফল নিয়ে গেজেট প্রকাশ করা হবে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) ভবনে টাঙানো হয়েছে। সোমবার সকাল ৭টায় ইসির মূল ভবনের সামনে সকল জেলার বিজয়ী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোটের বিবরণ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে ইসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর