thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

‘রূপকথা’ আসছে ৩ জানুয়ারি

২০১৯ জানুয়ারি ০১ ১০:৩১:৪০
‘রূপকথা’ আসছে ৩ জানুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক: অফিশিয়ালভাবে গান প্রকাশের পরে দর্শকশ্রোতা ভালমন্দ মতামত জানাতে পারেন। সম্ভবত এবারই ঘটেছে ব্যতিক্রম! ‘যদি একদিন’ ছবিতে হৃদয় খানের গাওয়া গান অফিশিয়ালভাবে প্রকাশের আগেই হয়ে যায় ভাইরাল। ফেসবুক, ইউটিউবে ‘লক্ষ্মী সোনা’ অথবা ‘রূপকথা’ লিখে সার্চ করলেই পাওয়া যায় গানের লিরিক্যাল ভিডিও।

সেখানে দেখা যায়, ২৬ জুন সংবাদ সম্মেলনের মঞ্চে পরিবেশন হওয়া গানের সঙ্গে ছবির কলাকুশলীদের ভিডিও। সেখানে লক্ষাধিক দর্শক দেখেছেন গানটি। এমনকি ফেসবুকের বিভিন্ন পেজে ঘুরে বেড়াচ্ছে ওই গানের ভিডিও। এসএ হক অলিকের লেখা ওই গানের সুর এবং সংগীত করেছেন হৃদয় খান নিজেই।

‘যদি একদিন’র নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলছেন, অফিসিয়ালভাবে প্রকাশের আগেই সবমিলিয়ে প্রায় অর্ধকোটি মানুষ দেখেছেন এ গান। তিনি জানান, ৩ জানুয়ারি রাত ৮ টায় অফিশিয়ালি আসছে ‘যদি একদিন’ ছবির ‘রূপকথা’ শিরোনামের গানটি।

ওইদিন গান প্রকাশের বিশেষ কারণ হলো এ গানের শিল্পী হৃদয় খানের জন্মদিন ওই তারিখ। রাজ বলেন, আশা করছি, গানের সঙ্গে মূল ভিডিও প্রকাশ হলে গানটি আরো ভালোভাবে গ্রহণ করবেন দর্শক। নির্মাতা রাজের দাবী, এ গানটিই ‘যদি একদিন’ ছবির টার্নিং। আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ছবিটি।

গেল জানুয়ারিতে ‘যদি একদিন’ ছবির শুটিং শুরু হয় ঢাকাতে। এরপর কক্সবাজারে কিছু অংশের শুটিং হয়। বর্তমানে একেবারে শেষ পর্যায়ে এর শুটিং। যৌথভাবে এ ছবির চিত্রনাট্য করেছে আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিতে গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ।

‘যদি একদিন’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন এই সময়ের হার্টথ্রব অভিনেতা তাহসান খান। তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ঢাকার একক প্রযোজিত ছবিতে কাজ করছেন কলকাতার শ্রাবন্তী।

ছবিতে আরো রয়েছেন আফরিন শিখা রাইসা, তাসকিন, নাজিবা বাশার, মাসুম বাশার, মিলি বাশার, সাবেরী আলম প্রমুখ।

এ ছবি প্রসঙ্গে তাহসান আগেই বলেছেন, আমার জীবনে যদি একটা সিনেমা করি, তবে সেটা ‘যদি একদিন’ হওয়ার কথা ছিল। এই ছবিটা কেমন হবে শুটিং শুরু আগে কেউ আমাকে জিজ্ঞেস করলে, আমি হয়তো গড়িমসি করতাম। এখন ছবির কাজ শেষ। এবার আমি বলতে পারি, আমার জীবনে অভিনয়ের কোনো কাজে এতো ইমোশনালি যুক্ত ছিলাম না। গানের ক্ষেত্রে ছিলাম। এই ছবিটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ‘যদি একদিন’ আপনাদের ভালো কিছু উপহার দেবে। সূত্র: চ্যানেল আই অনলাইন

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর