thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

১০ জানুয়ারির মধ্যে সরকার গঠন: কাদের

২০১৯ জানুয়ারি ০১ ১৪:০০:২২
১০ জানুয়ারির মধ্যে সরকার গঠন: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ১০ জানুয়ারির মধ্যেই সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১ জানুয়ারি) ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আজকালের মধ্যেই জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট হতে পারে। গেজেট হওয়ার পর এমপিদের শপথ হবে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি তাকে বিজয়ী দলের প্রধান হিসেবে সরকার গঠনের আহবান জানাবেন।

আমার মনে হয়, এমপিদের শপথ, মন্ত্রীদের শপথ এবং সরকার গঠনসহ সব আনুষ্ঠানিকতা ১০ জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারা যদি শপথ না নেন তাহলে সংবিধানের নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের পর সেসব স্থানে নতুন করে নির্বাচন হবে। তবে, এটা নির্বাচন কমিশনের বিষয়। যা কিছু হবে, সেটা নিয়মানুযায়ী হবে।’

‘২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যর বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র বিরোধী ভূমিকা কি গণতান্ত্রিক বিশ্ব সমর্থন করবে? ইতোমধ্যে এ নির্বাচনে বিজয়ের জন্য বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।

ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ না নিয়ে জনগণের রায়কে অসন্মান করবেন না বলে ওবায়দুল কাদের আশা প্রকাশ করেছেন। তারা গতবার নির্বাচন বর্জন করে ভুল করেছিলেন, কিন্তু এবার যারা নির্বাচিত হয়েছেন, তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। তিনি এক প্রশ্নের জবাবে জানান, তারা শপথ নিলে অভিনন্দন জানাবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নতুন বছরের অঙ্গীকার হলো- এই নির্বাচনের মাধ্যমে আমরা নিজেদের ভুল, দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা সব বুঝতে পেরেছি। নতুন বছরে সেগুলো কাটিয়ে উঠে পূর্ণ উদ্যোমে কাজ করবো। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নেতাকর্মীরা ধৈর্য্য ধরে, মাথা ঠাণ্ডা করে কাজ করবেন। কেউ যেন বাড়াবাড়ি না করে, প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা পরায়ণ হবেন না।’

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর