thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০১৯ জানুয়ারি ০২ ০৮:২৫:০৩
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঁঞায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি ও ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নিহত ওই দুই মাদকবিক্রেতার বাড়ি মাদারীপুর জেলায় বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি চক্র ফেনী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভানকে ধাওয়া করে র‌্যাব।

অতপর কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঁঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পৌঁছলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর