thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

শপথের পর প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা শেখ রেহানার

২০১৯ জানুয়ারি ০৭ ১৬:২৯:৪৫
শপথের পর প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা শেখ রেহানার

দ্য রিপোর্ট প্রতিবেদক: চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শেখ হাসিনা স্টেজ থেকে নেমে আসলে ছোট বোন শেখ রেহানা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে আলিঙ্গন করেন।

এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।তিনি বলেন, ‘সংবিধানের ৫৬ (৩) ধার অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদের এবং গোপনীয়তার শপথ নেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর