thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারত

২০১৯ জানুয়ারি ০৭ ১৬:৫৫:২৪
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারত। উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন বিরাট কোহলিরা।

অ্যাডিলেড ও মেলবোর্নে জেতা ভারত ২-১ ব্যবধানে ঘরে তুলল সিরিজ। অবসান হল তাদের ৭১ বছরের অপেক্ষার। বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্ট ড্র হলেও তা ইতিহাস গড়তে বাধা দেয়নি কোহলিদের।

ক্রিকেটবিশ্বে প্রশংসায় ভাসছেন ভারতের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের কীর্তি গড়া কোহলি।

এ নিয়ে উচ্ছ্বসিত কোহলি তার অনুভূতি জানান এভাবে- এ মুহূর্তে এই দলের হয়ে আমি যতটা গর্বিত, এর আগের কোনো ভারত দলের হয়ে ততটা ছিলাম না। আমি এই দলের সদস্য হতে পেরে গর্বিত।

বৃষ্টির বাগড়া ও ম্রিয়মাণ আলোর দরুণ রবিবার সিডনি টেস্টের চতুর্থ দিন খেলা হয়েছিল মাত্র ২৭.৩ ওভার। তাতেই অস্ট্রেলিয়াকে ফলোঅনের লজ্জায় ডুবিয়ে ইতিহাসের দুয়ারে পৌঁছে গেছে ভারত।

দারুণ বোলিংয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট পাওয়া কুলদীপ যাদব প্রথম ইনিংসে ভারতকে এনে দেন ৩২২ রানের বিশাল লিড।

তার ঘূর্ণিজাদুতে প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয়ে দীর্ঘ ৩১ বছর পর দেশের মাটিতে ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া।

এর আগে ১৯৮৮ সালে শেষবার ঘরের মাঠে কোনো টেস্টে ফলোঅন করেছিলেন অসিরা। সেবার সিডনিতেই তাদের ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড।

ফলোঅনে বাধ্য হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ছয় রানে চতুর্থ দিন শেষ করে অস্ট্রেলিয়া। পিছিয়ে থাকে ৩১৬ রানে।

পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ বাঁচানোর ক্ষীণ আশায় ছিলেন অসিরা।

কিন্তু সিরিজ বাঁচানোর আশা আক্ষরিক অর্থেই শেষ। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় একরকম নিশ্চিতই ছিল।

২-১ না ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জিতবে, সেটিই শুধু ছিল দেখার।

সে লক্ষ্যে পেইনদের দ্রুত অলআউট করার মিশনে ছিলেন কোহলিরা । ৩-১ ব্যবধানে সিরিজ জেতার হাতছানি ছিল কোহলিদের সামনে। তবে সেই চেষ্টাই করতে দিল না টানা বৃষ্টি।

লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় পঞ্চম দিনের খেলা। সাদামাটা এক পঞ্চম দিনে ইতিহাস গড়ল ভারত।

কোহলিদের প্রশংসা করে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন বলেন, ভারত দলকে অভিনন্দন। আমরা যখন ভারতে খেলি, আমরা জানি তা কত কঠিন। শেষ দুই টেস্টে আমরা কিছুটা বাজে ক্রিকেট খেলেছি। এই জয় ভারতের প্রাপ্য।

ম্যাচসেরা হয়েছেন চেতেশ্বর পুজারা। ম্যান অব দ্য সিরিজও হয়েছেন তিনি। সিরিজে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি এসেছে এ টপ অর্ডার ভাতীয় ব্যাটসম্যানের ব্যাট থেকে।

এক নজরে সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০০

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলোঅন) (আগের দিন শেষে ৬/০) ৪ ওভারে ৬/০ (খাওয়াজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)

ফল: ড্র

রিজ: চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: চেতেশ্বর পুজারা

ম্যান অব দা সিরিজ: চেতেশ্বর পুজারা

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর