thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গণমাধ্যমের সঙ্গে সমঝোতা থাকলে রাষ্ট্র এগিয়ে যায়: হাছান মাহমুদ

২০১৯ জানুয়ারি ০৮ ১৬:৩২:২১
গণমাধ্যমের সঙ্গে সমঝোতা থাকলে রাষ্ট্র এগিয়ে যায়: হাছান মাহমুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: গণমাধ্যমের সঙ্গে সরকারে সমঝোতা থাকলে রাষ্ট্র এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্য সচিব আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘সরকারের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক যেন অটুট থাকে আমি সে চেষ্টাই করবো। সরকার এবং গণমাধ্যম উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা করবো।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের অনেক কথা আছে, আমি জানি। সেই কথাগুলো শুনে জেনে কাজ করবো।’ ভুঁইফোড় সংবাদমাধ্যমের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো বলে জানিয়েছেন নতুন এই তথ্যমন্ত্রী।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর