thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঐক্যফ্রন্টের কর্মসূচি: জাতীয় সংলাপ, জেলায় জেলায় সফর

২০১৯ জানুয়ারি ০৮ ১৯:০১:১৮
ঐক্যফ্রন্টের কর্মসূচি: জাতীয় সংলাপ, জেলায় জেলায় সফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ, জেলায় জেলায় সফর আর গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট৷ এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় স্টিয়ারিং কমিটির বৈঠক শেষ এসব কর্মসূচি জানান মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে মন্তব্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নতুন নির্বাচনের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি৷

ফখরুল জানান, দেশব্যাপী নির্বাচনকালে ক্ষতিগ্রস্ত এলাকায় জনসংযোগ ও পরিদর্শন করা হবে। দুয়েকদিনের মধ্যে সিলেটের বালাগঞ্জে নিহত ঐক্যফ্রন্টের নেতার বাড়িতে যাবে নেতৃবৃন্দ।

বৈঠকে ড. কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, আ স ম আব্দুর রব প্রমুখ৷

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর