thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

খালেদার মামলা বিষয়ে বিএনপির ১ ঘণ্টার বৈঠক

২০১৯ জানুয়ারি ০৯ ১০:৫২:৫২
খালেদার মামলা বিষয়ে বিএনপির ১ ঘণ্টার বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মামলা ব্যাপারে বিএনপি নেতারা মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে এক ঘণ্টা বৈঠক করেছেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক শুরু হয়ে, চলে রাত সোয়া ৮টা পর্যন্ত।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, মামলার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার মেডামের (খালেদা জিয়ার) মামলার শুনানি হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর