thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

২০১৯ জানুয়ারি ১৬ ১৩:০৬:৫৫
টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর দেওয়ানবাজারস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন একপেশে। কারণ এ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এ প্রতিবেদন ও বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই।

টিআইবির এ প্রতিবেদন বিএনপি-জামায়াতের পক্ষে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বেশিরভাগ রাষ্ট্র বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাই এ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে টিআইবিকে পরামর্শ দেন তিনি।

টিআইবি এর আগেও পদ্মা সেতু নিয়ে মনগড়া কাহিনী প্রচার করেছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

(দ্য রিপেোর্ট/এনটি/জানুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর