thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

রোনাল্ডোর গোলে রেকর্ড সুপার কাপ জুভেন্টাসের

২০১৯ জানুয়ারি ১৭ ১১:০৬:১৯
রোনাল্ডোর গোলে রেকর্ড সুপার কাপ জুভেন্টাসের

দ্য রিপোর্ট ডেস্ক : ফর্মের মগডালে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের হয়ে প্রথম কোনো ফাইনাল খেলতে নেমেই জ্বলে উঠলেন তিনি। তার গোলে এসি মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছেন জুভরা। টানা দুবার এ শিরোপা ঘরে তুললেন তারা।

গেল মৌসুমে সিরি ও ইতালিয়ান কাপ জেতে জুভেন্টাস। ফলে ২০১৭-১৮ মৌসুমে ইতালিয়ান কাপের রানার্সআপ হিসেবে সুপার কাপে খেলার সুযোগ পায় মিলান। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

শুরু থেকেই মিলানের ওপর ঝাঁপিয়ে পড়ে জুভেন্টাস। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন জুভরা। তবে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি তারা। এ অর্ধে দুটি সহজ সুযোগ নষ্ট হয় তাদের। ৩১ মিনিটে পাল্টা-আক্রমণে জর্জো কিয়েল্লিনির ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর ৪৩ মিনিটে রোনাল্ডোর বাইসাইকেল কিক ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।

জুভেন্টাসের অপেক্ষার পালা শেষ হয় ৬১ মিনিটে। কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন সিআর সেভেন। মিরালেম পিয়ানিচের চিপশটে বাড়ানো বল হেডে ঠিকানায় পাঠান তিনি। এ নিয়ে নতুন আবাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ১৬ গোল করলেন পর্তুগিজ যুবরাজ।

এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে জুভেন্টাস। প্রতিপক্ষ শিবিরে তোলে আক্রমণের ঢেউ। সেই তোড় সামলাতে গিয়ে ৭৪ মিনিটে বড় ধাক্কা খায় মিলান। এমরে কানকে ফাউল করে লালকার্ড দেখেন কেসিয়ে। ফলে ১০ জনের দলে পরিণত হন দ্য রেড অ্যান্ড ব্ল্যাকরা। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা।

এ জয়ে অনন্য রেকর্ড গড়ল জুভেন্টাস। রেকর্ড আটবার সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন তুরিনের বুড়িরা। সাতবার এ ট্রফি ক্যাবিনেটে ভরে পরের স্থানেই এসি মিলান।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর