thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

একদিন বিরতি দিয়ে শুক্রবার নামছে সিলেট-ঢাকা, খুলনা-কুমিল্লা

২০১৯ জানুয়ারি ১৮ ০৯:২৬:২৪
একদিন বিরতি দিয়ে শুক্রবার নামছে সিলেট-ঢাকা, খুলনা-কুমিল্লা

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকায় প্রথম পর্বের খেলা শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলগুলো এখন সিলেটে। ঢাকায় এবারের আসর না জমে উঠলেও সিলেটে জমজমাট লড়াইয়ে ফিরেছে বিপিএল। ঘরের মাঠে সিলেট সির্ক্সাস পেয়েছে দুর্দান্ত জয়, অপ্রতিরোধ্য ঢাকা ডায়নামাইটস হেরেছে আসরে প্রথম ম্যাচ।

সিলেট পর্বে অনুষ্ঠিত হবে চার দিনে ৮টি খেলা। এরইমধ্যে দুইদিনে শেষ হয়েছে চারটি ম্যাচ। ঢাকায় নিজেদের চার ম্যাচের চারটিতে হেরে যাওয়া খুলনা টাইটানস সিলেটে গিয়ে পেল প্রথম জয়।

খুলনার উল্টোটা হয়েছে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে। ঢাকা পর্বে চার ম্যাচের চারটিতে জয় পাওয়া ডায়নামাইটসরা সিলেটে নিজেদের প্রথপম ম্যাচেই হেরেছে রাজশাহী কিংসের কাছে।

ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে সিলেট হেরেছিল ৮ উইকেটে। এই ম্যাচে সিলেট আগে ব্যাটিং করে মাত্র ৬৮ রান সংগ্রহ করে।

যদিও পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল সিক্সার্সরা। রংপুরকে ২৭ রানে হারিয়ে দুর্দান্ত জয় উপহার দেয় স্বাগতিক দর্শকদের।

দুইদিনে চার ম্যাচের পর আজ বৃহস্পতিবার ছিল বিরতি। এরমধ্যে দলগুলো শক্তি বাড়িয়ে নিয়েছে নতুন খেলোয়াড় যুক্ত করে।

রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স, ভিলিয়ার্সের স্বদেশি ওয়েইন পার্নেল যোগ দিয়েছেন সিলেট সিক্সার্সে। গুঞ্জন উঠেছে সির্ক্সাদের হয়েই খেলতে আসছেন ইংলিশ ওপেনার জেসন রয়। অন্যদিকে খুলনা টাইটানসের ক্যাম্পে পৌছেছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ্‌ও।

শুক্রবার দুপুরে ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স আর ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যায় লড়বে খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সূচী অনুযায়ী প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর