thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান আফগান তালেবানের

২০১৯ জানুয়ারি ১৯ ১৭:১৬:২৮
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান আফগান তালেবানের

দ্য রিপোর্ট ডেস্ক: ইসলামাবাদে মার্কিন বিশেষ দূত জালমি খলিলজাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুতি নিচ্ছে তালেবান বলে পাকিস্তানি গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের তালেবান।

আফগান সরকারের সঙ্গে সরাসরি না বসার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

পাকিস্তানের সংবাদপত্র ও টেলিভিশনের খবরে বলা হয়েছে, শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির কর্মকর্তাদের সঙ্গে খলিলজাদের আলোচনার পর ইসলামাবাদে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সিনিয়র তালেবান নেতারা বলেন, পাকিস্তানসহ আঞ্চলিক শক্তিগুলো তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি ও আফগান সরকারের সঙ্গে তালেবানকে বৈঠকে বসাতে চাইছে তারা। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইসলামাবাদে জালমি খালিলজাদের সঙ্গে আমরা কোনো বৈঠকে বসছি না।

খালিলজাদ প্রতিশ্রুত আলোচ্যসূচি থেকে সরে গেছেন বলে তালেবানের অভিযোগের পর দুপক্ষের মধ্য আলোচনা স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে তা কখন শুরু হবে, তাও পরিষ্কার না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা বলেন, আমরা বারবার একই বিষয় পরিষ্কার করছি যে আমরা কখনো আফগান সরকারের সঙ্গে বৈঠকে বসব না। কারণ আমরা জানি, তারা আমাদের দাবি পূরণে সক্ষমতা রাখে না।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর