thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

এমবাপে-কাভানির হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

২০১৯ জানুয়ারি ২০ ০৮:১২:১১
এমবাপে-কাভানির হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

দ্য রিপোর্ট ডেস্ক : গুইংগ্যাম্পের কাছে ২-১ ব্যবধানে হেরে কোপ দে ফ্রান্স থেকে গেল সপ্তাহেই বিদায় নিয়েছিল পিএসজি। এবার ফ্রেঞ্চ লিগে সেই হারের মধুর প্রতিশোধ নিল তারা। পুঁচকে দল গুইংগ্যাম্পকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে নেইমার-এমবাপে-কাভানিরা। হ্যাটট্রিক করেছেন এমবাপে এবং কাভানি। নেইমার করেছেন জোড়া গোল।

১১ মিনিটে গোলের খাতা খোলেন নেইমার। ৩৭ মিনিটে নেইমারের ক্রসে ম্যাচে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। প্রথমার্ধের শেষ মিনিটে কাভানির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপে।

বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক পিএসজি। ৬৩ ও ৬৬ মিনিটে জোড়া গোল করেন কাভানি। ৬৮ মিনিটে দলের ষষ্ঠ গোলটি আসে নেইমারের পা থেকে। ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। তখনও বাকি ছিল এমবাপের হ্যাটট্রিক।

৮০ মিনিটে কাভানির ক্রস থেকে তিনিও পূরণ করেন হ্যাটট্রিক। লিগে এটি তার ১৬তম গোল। পিএসজির হয়ে সর্বশেষ গোলটি করেন থমাস মিউনিয়ার। বড় জয়ে লিগের শীর্ষেই রইল পিএসজি। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউর মুখোমুখি হওয়ার আগে তাদের একটি বার্তা দিয়ে রাখলো পিএসজি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর