thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

২০১৯ জানুয়ারি ২৪ ০৮:২৮:০২
মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি নিহত যুবক এলাকার শীর্ষ ডাকাত।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার মাতারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন (৩৫) মাতারবাড়ির হংস মিয়াজির পাড়া এলাকার মৃত জাগির হোসেনের পুত্র।

ঘটনাস্থল থেকে মহেশখালী থানার এসআই জুয়েল জানান, গভীর রাতে উপজেলার মাতারবাড়িতে একদল ডাকাত বিভিন্নস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে মহেশখালী থানার কনস্টবল টুটুল গুলিবিদ্ধ হয়ে আহত হন। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে নিহত হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর