thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ফাইনালে ম্যান সিটি

২০১৯ জানুয়ারি ২৪ ০৮:৫৬:১১
ফাইনালে ম্যান সিটি

দ্য রিপোর্ট ডেস্ক : প্রথম লেগে সিটির হোম গ্রাউন্ড ইতিহাদে ৯-০ গোলের জয়ে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ম্যান সিটি। দ্বিতীয় লেগ ছিল কেবলই আনুষ্ঠানিকতার। সেই ম্যাচেও বার্টন আলবিওনকে ০-১ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলের জয়ে ফাইনালে উঠলো সিটি।

প্রতিপক্ষের মাঠে প্রায় মাঝারি সারির দল নামান ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। যদিও এদিন একাদশে ছিলেন আগুয়েরো, ডি ব্রুয়েন, মাহরেজের মতো তারকা ফুটবলাররা।

ম্যাচের প্রথমার্ধেই গোল পেয়ে যায় সিটি। ২৬ মিনিটে মাহরেজের।ক্রস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হলে ওই এক গোলেই এগিয়ে থেকে ফাইনালে ওঠে সিটি। তাদের প্রতিপক্ষ চেলসি বনাম টটেনহ্যামের মধ্যকার ম্যাচের জয়ী দল।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর